ট্রাম্পের দায়মুক্তি নিয়ে যা বললেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়ে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটিকে দেশের বিচার ব্যবস্থার ইতিহাসের ‘বিপজ্জনক নজির’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এই আংশিক দায়মুক্তি যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ক্ষতির কারণ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার রায় ঘোষণার পর হোয়াইট হাউসে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।
রায়ের প্রতিক্রিয়ায় জো বাইডেন বলেন, ‘যে মূলনীতির ওপর এই জাতি প্রতিষ্ঠিত, তা হলো- যুক্তরাষ্ট্রে কোনো রাজা থাকবে না। আইনের সামনে আমরা প্রত্যেক নাগরিক সমান। কেউই আইনের ঊর্ধ্বে নয়; এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নয়।’
এ সময় তিনি মার্কিন জনগণকে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্ট যে রায় ঘোষণা করলেন, তা এই দেশের বিচার ব্যবস্থার জন্য একটি বিপজ্জনক নজিরই নয়, বরং মার্কিন জনগণের জন্যও ক্ষতিকর। সুপ্রিম কোর্টের উচিত এই রায়ের জন্য যুক্তরাষ্ট্রের জনগণের কাছে জবাবদিহি করা।’
২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা, যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলায় উস্কানি, কর ফাঁকি এবং রাষ্ট্রের গোপন নথি সরানোসহ নানা অভিযোগে সুপ্রিম কোর্টসহ বিভিন্ন আদালতে বেশ কয়েকটি মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে।
তবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সোমবার জানান, প্রেসিডেন্ট থাকাকালীন দাপ্তরিক অপরাধমূলক যেসব পদক্ষেপ ট্রাম্প নিয়েছিলেন, সেগুলোয় দায়মুক্তি পাবেন তিনি। তবে ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি পাবেন না ট্রাম্প।
সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২০ সালের নির্বাচনে কারচুপির ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগকে যে নির্দেশ ট্রাম্প দিয়েছিলেন, তা প্রেসিডেন্ট হিসেবে তাঁর দাপ্তরিক কাজের মধ্যে পড়ে।
এ রায়ের ফলে ২০২০ সালের নির্বাচনের ফলাফল পালটে দেওয়ার চেষ্টা, ক্যাপিটল হিলে হামলার উস্কানি দেওয়া এবং রাষ্ট্রের গোপন তথ্য সরানোর অভিযোগ সংক্রান্ত যেসব মামলার বিচারকাজ বর্তমানে সুপ্রিম কোর্টে চলমান রয়েছে, সেসব এখন স্বয়ংক্রিয়ভাবে ফের নিম্ন আদালতে চলে যাবে। এতে করে রাজনৈতিকভাবে সুবিধা হল ট্রাম্পের।
আর এতেই চটেছেন জো বাইডেন। সর্বোচ্চ আদালতের এই আদেশকে ‘মৌলিকত্বের পরিবর্তন’ বলে মন্তব্য করেছেন তিনি।
বিআলো/শিলি