ট্রাম্প ক্ষমতায় আসলেও হাসিনার আসার কোন সুযোগ নেই: মাহমুদুর রহমান
dailybangla
08th Nov 2024 4:42 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেও শেখ হাসিনার ক্ষমতায় আসার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীতে গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লব ছাত্র জনতা করেছে, বিদেশি কেউ করে নাই। আমাদের মুক্তিযুদ্ধে ভারত স্বাধীন করে দিয়েছে, এই হীনমন্যতা তৈরি করেছে। তাই আজীবন কৃতজ্ঞ থাকার শিক্ষা দিয়েছে। এটা ভেঙে দিয়েছে জুলাই বিপ্লব। আমরা আশাবাদী স্বাধীনতা রক্ষা করতে পারব। ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আমার দেশ সম্পাদক বলেন, ‘ভারতের আধিপত্য থেকে এখনও মুক্ত হতে পারিনি। আমলাদের মধ্যে এখনও ভারতের দোসররা আছে।’
বিআলো/শিলি