ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
সজীব আলম, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আয়েশা সিদ্দিকি আখিঁ (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৩০মে) দুপুরে উপজেলার তুষভান্ডার আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আখিঁ উপজেলার কাশীরাম মেডিকেল মোড় এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে ও কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে স্থানীয় এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের একপর্যায়ে ওই যুবক কৌশলে আঁখির কাছ থেকে অন্তরঙ্গলের কিছু ছবি মোবাইলে ধারণ করে। এরপর থেকেই সেই যুবক ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে আঁখিকে ব্লাকমেইল করে টাকা নেয়। এই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে বুড়িমাড়ী থেকে ছেড়ে আসা পার্বতীপুর লোকাল ট্রেনটি কাকিনা স্টেশনে প্রবেশ করার সময় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে।
নিহত আখিঁর বড় ভাই সুমন মিয়া বলেন, আমার ছোট বোনকে তৌহিদ হাসান নামে এক ছেলে সব সময় ব্ল্যাকমেইল করে। ওই ছেলে সব সময় আমার বোনের কাছ থেকে টাকা পয়সা নেয় । সে এই ব্ল্যাকমেল সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারনে কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআলো/শিলি