ঠান্ডা ও ঝড়ের তাণ্ডবে গাজায় বাড়ছে প্রাণহানি
আর্ন্তজাতিক ডেস্ক: শীতকালীন ঝড়ের তাণ্ডবে গাজায় যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ভবন ও দেয়াল ধসে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার গাজার বিভিন্ন এলাকায় প্রবল বাতাস ও বৃষ্টির মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। গাজার আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে দুই নারী, এক কিশোরী ও এক পুরুষ রয়েছেন। একই সঙ্গে ঠান্ডাজনিত অসুস্থতায় শিশু ও বয়স্কদের মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হাইপোথার্মিয়ায় এক বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। এর আগের রাতেই একই কারণে আরও দুই শিশুর প্রাণহানি ঘটে।
জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তর জানিয়েছে, ঝড়ে শত শত তাঁবু ও অস্থায়ী আশ্রয় ক্ষতিগ্রস্ত হয়েছে। আল-শিফা হাসপাতালের তথ্য অনুযায়ী, গাজা সিটির উপকূলীয় এলাকায় আট মিটার উঁচু একটি দেয়াল ভেঙে পড়লে একই পরিবারের তিনজন নিহত হন।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, পর্যাপ্ত তাঁবু ও আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা থাকায় মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে আশ্রয় নিচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে শীতল আবহাওয়া আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।
বিআলো/শিলি



