• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, আটক ২ 

     dailybangla 
    01st Nov 2024 11:31 pm  |  অনলাইন সংস্করণ

    নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ডাকাতির টাকা ও মালামাল ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও বাকবিতণ্ডার ঘটনায় মো. আলফাজ (২৫) ও রসুন মিয়া (৩০) নামে দুই ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

    গত বৃহস্পতিবার নাসিরনগর সদর ইউনিয়নের কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। আটক মো. আলফাজ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। অপরদিকে রসুন মিয়া নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের বাসিন্দা।

    স্থানীয়রা জানান, নাসিরনগর উপজেলার কুন্ডা-তুল্লাপাড়া, তিলপাড়াসহ বিভিন্ন স্থানে প্রায়শই ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাতরা পথচারীদের মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। পরে সেই ডাকাতির মালামাল ও টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে। ঘটনার দিন টাকা ও মালামাল ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে ও বিকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ডাকাতরা। এমনকি আটক রসুন মিয়া দাবি করে পাওনা টাকার ভাগ চাইলে অন্য ডাকাতরা তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে।

    এ সময় স্থানীয়রা গিয়ে ডাকাতদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও আলফাজ ও রসুন মিয়াকে আটক করে তারা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031