ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, আটক ২
নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ডাকাতির টাকা ও মালামাল ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও বাকবিতণ্ডার ঘটনায় মো. আলফাজ (২৫) ও রসুন মিয়া (৩০) নামে দুই ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
গত বৃহস্পতিবার নাসিরনগর সদর ইউনিয়নের কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। আটক মো. আলফাজ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। অপরদিকে রসুন মিয়া নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, নাসিরনগর উপজেলার কুন্ডা-তুল্লাপাড়া, তিলপাড়াসহ বিভিন্ন স্থানে প্রায়শই ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাতরা পথচারীদের মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। পরে সেই ডাকাতির মালামাল ও টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে। ঘটনার দিন টাকা ও মালামাল ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে ও বিকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ডাকাতরা। এমনকি আটক রসুন মিয়া দাবি করে পাওনা টাকার ভাগ চাইলে অন্য ডাকাতরা তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে।
এ সময় স্থানীয়রা গিয়ে ডাকাতদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও আলফাজ ও রসুন মিয়াকে আটক করে তারা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিআলো/তুরাগ