ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
গৌরনদী প্রতিনিধি: ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকা থেকে আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি মামলা করে। পরে দুপুরে চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে দেশীয় ধারালো অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি এবং বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে বাটাজোর বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়। আটকরা হলেন হৃদয় জমাদ্দার, তার ভাই তারেক জমাদ্দার, পিরোজপুরের তসলিম শরীফ এবং বানারীপাড়ার অশোক মণ্ডল।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ২টার দিকে একটি সিএনজিতে চার যুবককে দেখে পাহারাদারদের সন্দেহ হয়। তাদের থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে চারজনকেই আটক করা হয় এবং গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গৌরনদী থানার এসআই মো. সাইফুল ইসলাম বলেন, চারজনই আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের কাছ থেকে চারটি ধারালো রামদা, একটি সিএনজি এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক তারেক জমাদ্দারের বিরুদ্ধে পাঁচটি, তসলিম শরীফের বিরুদ্ধে দুটি এবং অশোক মণ্ডলের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা রয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়।
বিআলো/ইমরান



