• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ডাক বিভাগের বেদখল সম্পদ দখলমুক্ত করার চেষ্টা করা হবে: ফয়েজ আহমদ 

     dailybangla 
    11th Mar 2025 11:44 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ডাক বিভাগের বেদখল সম্পদ দখলমুক্ত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

    আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

    কর্মকর্তাদের উদ্দেশ্য করে ফয়েজ আহমদ বলেন, ‘ডাক বিভাগের সম্পদের ডিজিটাল ইনভেনটরি করুন। বিগত সময়ে ডাক বিভাগের যে সকল সম্পদ বেদখল হয়েছে, তা দখলমুক্ত করার চেষ্টা করা হবে।’

    বিশেষ সহকারী বলেন, ডিজিটাল ট্রান্সফরমেশনের চাহিদার সাথে তাল মিলিয়ে ডাক বিভাগের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

    ফয়েজ আহমদ তৈয়্যব ডাক অধিদপ্তরের সকল নির্মাণ কাজের মান পরীক্ষা করার পাশাপাশি ইকুইপমেন্ট এবং সফটওয়্যার এর গুণগতমান পরীক্ষা করার বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

    বিভিন্ন প্রকল্পের বিষয়ে তিনি বলেন, এক্সিট প্ল্যান ছাড়া কোন প্রকল্প অনুমোদন করা হবে না। প্রকল্পের এক্সিট প্ল্যান অবশ্যই থাকতে হবে। নতুন প্রকল্পে ডিপিপি কোয়ালিটি নিশ্চিত করতে হবে।

    যে সরকারি সেবা জনগণকে অফিসে গিয়ে সংগ্রহ করতে হয় তা ডাক বিভাগের মাধ্যমে ঘরে পৌঁছে দেয়া যায় কিনা তার সম্ভাবনা যাচাই করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন ফয়েজ আহমদ তৈয়্যব। শুধু ইউরোপের উদাহরণ না দিয়ে পাশ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানের সাকসেসফুল সার্ভিসের মডেল সম্পর্কে খোঁজ নিতে কর্মকর্তাদের বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

    মতবিনিময় সভায় ডাক অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো মুশফিকুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ডাক অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31