ডিআইজিসহ ৫ পুলিশ কর্মকর্তাকে বদলি
dailybangla
08th Jan 2025 10:18 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ডিআইজিসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. সরওয়ারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমানকে ডিএমপির যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনামুল হককে ডিএমপির যুগ্ম কমিশনার করা হয়েছে।
এছাড়া পুলিশের বিশেষ শাখার এ এন এম সাজেদুর রহমানকে হবিগঞ্জের পুলিশ সুপার এবং ঢাকা রেঞ্জের ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. আসলাম শাহাজাদাকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিআলো/শিলি