• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন 

     dailybangla 
    27th Nov 2025 7:19 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নারী সাংবাদিকদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে বিশেষ ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকালে মিরপুর ১৩ নম্বরে পাথওয়ে ড্রাইভিং স্কুল মিলনায়তনে এ আয়োজন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার এবং প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

    প্রথম দফায় প্রায় ৪০ জন নারী সাংবাদিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। পরবর্তীতে ডিআরইউ’র পুরুষ সদস্যদেরও একই কর্মসূচির আওতায় আনা হবে। ডিআরইউ ও বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ের যৌথ উদ্যোগে মাসব্যাপী এই প্রশিক্ষণ পরিচালিত হবে।

    নীলিমা আখতার বলেন, “দক্ষতা উন্নয়নমূলক যেকোনো প্রশিক্ষণ মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।” তিনি ডিআরইউ’র উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

    প্রধান উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “নারীদের উৎসাহিত করার মতো উদ্যোগ খুব কম দেখা যায়। ডিআরইউ’র পদক্ষেপ নারী সাংবাদিকদের ড্রাইভিং পেশায় আগ্রহী করবে এবং ইতিবাচক প্রভাব রাখবে।”

    পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন জানান, ডিআরইউ’র সঙ্গে কাজ করা তাদের ধারাবাহিক প্রচেষ্টা। তিনি বলেন, ভবিষ্যতে পুরুষ সদস্যদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।

    ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, “বিভিন্ন ক্ষেত্রে নারীরা এখন দৃশ্যমান অগ্রগতি অর্জন করছেন। ড্রাইভিং প্রশিক্ষণ তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস আরও দৃঢ় করবে।” সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল যোগ করেন, “নারীদের জন্য এই প্রশিক্ষণ তাদের আত্মনির্ভরশীল করবে এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে। গবেষণায় দেখা গেছে, নারী চালকদের কারণে দুর্ঘটনাও কম হয়।”

    নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী বলেন, “এই প্রশিক্ষণ শুধু একটি কোর্স নয়—এটি নারী সদস্যদের স্বাধীনতা, আত্মবিশ্বাস ও পেশাগত সক্ষমতা বাড়ানোর বাস্তব পদক্ষেপ। দক্ষ হয়ে ওঠা নারী সদস্যরা ভবিষ্যতে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবেন।”

    অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং ডিআরইউ স্মরণিকা প্রদান করা হয়।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930