• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ 

     dailybangla 
    17th Apr 2024 10:27 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষ। বৈশাখের খরতাপে কয়েকদিন ধরেই তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। এই তীব্র গরমের মাঝেও ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের পুলিশ সদস্যরা যানজট নিরসনে ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করছেন। পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ করেছে ট্রাফিক- ওয়ারী বিভাগ।

    ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমামের উদ্যোগে আজ বুধবার ট্রাফিক-ওয়ারী বিভাগের পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ করা হয়। ট্রাফিক পুলিশের সদস্যগণ বৈরী ও প্রতিকূল পরিবেশেও রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালনে কুণ্ঠাবোধ করেন না। রোদ, বৃষ্টি ও ঝড়ে- সকল অবস্থায় তাদের মাঠে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হয়। তীব্র গরমে কিছুটা স্বস্তি পেতে এ উদ্যোগ নেয়া হয়।

    রাস্তায় দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সদস্যগণ হিটস্ট্রোকসহ পানি শূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগে থাকে। তবে যাদের ডায়াবেটিস এবং হাইপ্রেসার আছে তাদেরকে গ্লুকোজ গ্রহণে সতর্ক হওয়া এবং ডাক্তারের পরামর্শ নিতে বলা হয়েছে । মূলত প্রচন্ড গরমে হিটস্ট্রোক হওয়ার উপক্রম হলে যখন শরীর থেকে প্রচুর ঘাম ঝরে পড়ে, সেই মুহূর্তে গ্লুকোজ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2024
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031