ডিএমপির তিন কর্মকর্তাকে বদলি
dailybangla
24th Apr 2024 3:09 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার দুই জন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
২৩ এপ্রিল, মঙ্গলবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত স্থানে বদলি অথবা পদায়ন করা হলো। এতে আরো বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশের ডিআইজি (প্রশাসন), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনারসহ ঊর্ধতন কর্মকর্তাদের প্রেরণ করা হয়েছে।
বিআলো/শিলি