ডিএমপির পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি
dailybangla
30th Jun 2025 10:48 am | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
রোববার (২৯ জুন) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর সই করা পৃথক তিনটি কার্যালয় আদেশে তাদের বদলি করা হয়।
বদলি করা কর্মকর্তারা হলেন- ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান, আজিজুর রহমান, মো. মফিজ উদ্দিন, মো. আব্দুর রহিম মোল্লা ও শেখ ফরিদ উদ্দিন, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মো. হাফিজুর রহমান এবং গুলশান থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মো. মাহমুদুর রহমান।
পৃথক কার্যালয় আদেশগুলোয় বলা হয়, ডিএমপির বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত পদে বদলি ও পদায়ন করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও এতে উল্লেখ রয়েছে।
বিআলো/শিলি