ডিএমপির যুগ্ম কমিশনার পদমর্যাদার ৩ কর্মকর্তাকে রদবদল
dailybangla
25th Jul 2024 2:34 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) এক অফিস আদেশে তাদের রদবদল করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও গোয়েন্দা উত্তর বিভাগের যুগ্ম-কমিশনার খোন্দকার নুরুন্নবীকে গোয়েন্দা উত্তর বিভাগে, যুগ্ম-কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেনকে সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার উত্তরে এবং যুগ্ম-কমিশনার মো. শহিদুল্লাহকে সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার দক্ষিণের দায়িত্ব দেওয়া হলো।
বিআলো/শিলি