আইন উপদেষ্টার নিস্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকী কফিন মিছিল বাংলাদেশ রিপাবলিক পার্টির
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে স্থবিরতা ও আইন উপদেষ্টার নিস্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকী কফিন মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি।
শনিবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগ থেকে প্রতীকী কফিন মিছিল শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা আইন উপদেষ্টার ‘প্রতীকী কফিন’ বহন করে বিচার কার্যক্রমে অগ্রগতি না হওয়ায় ক্ষোভ জানান।
মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ রিপাবলিক পার্টির নেতা সাজ্জাদ হোসেন ইউনুস বলেন, “এক বছর পার হলেও জুলাই হত্যার বিচারে সন্তোষজনক অগ্রগতি নেই। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় উপদেষ্টারা আওয়ামী লীগের বিচারের দাবিতে যেমন কঠোর ছিলেন, এখন তারা একেবারে নিস্ক্রিয় হয়ে গেছেন।”
তিনি সরকারের উদ্দেশে বলেন, “বিচার কার্যক্রম শেষ করার আগে যেন নির্বাচন নিয়ে না যায়।” একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানান, “এই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
মিছিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাঈম আল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাত হোসাইন ইউনুছ, সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ হাছানাত বেহেস্তি, সহ-সভাপতি মো. আয়াজ আহম্মেদ সিদ্দিক, ঢাকা দক্ষিণ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (অব.) মেজর মো. রাকিবুল হাসান প্রমুখ।
বিআলো/তুরাগ