ডিবি হেফাজতে আসামি মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. মোক্তার হোসেন গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে মারা গেছেন।
শুক্রবার সকালে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত সোমবার পল্লবীতে গুলিতে যুবদল নেতা কিবরিয়া নিহত হন। পরে তার স্ত্রী পাঁচজনের নাম উল্লেখ করে এবং ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন, যা পরে তদন্তের স্বার্থে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার শরীয়তপুরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে ডিবি। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং অপর আসামি মোক্তারের কাছে অস্ত্র–গুলি থাকার তথ্য দেন।
সেই তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় পল্লবীর একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে মোক্তারের অবস্থান নিশ্চিত করা হয়। পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। উত্তেজিত জনতা তাকে মারধরও করে। তার দেখানো মতে আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিবি কার্যালয়ে নেওয়ার পর বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মোক্তার অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়। শুক্রবার সকালে তাকে ডাকার পর সাড়া না পেয়ে আবার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি।
বিআলো/শিলি



