ডিসেম্বরে দোরগোড়ায় শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় নেমেছে শীতের কাঁপন
নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলে কার্তিক মাস শেষ না হতেই প্রকৃতি শীতের বার্তা দিতে শুরু করেছে। ঘরে উঠেছে নতুন ধান- ঠিক এই সময়েই তেঁতুলিয়ায় কুয়াশা আর উত্তরা হাওয়ার দাপটে শীতের উপস্থিতি স্পষ্ট হয়ে উঠছে। ডিসেম্বরের শুরুতেই শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড করা হয়েছে মৌসুমের অন্যতম কম তাপমাত্রা-১৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।
এর আগের দিন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি এবং সোমবার ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। টানা তাপমাত্রার এই ওঠানামা উত্তর জনপদের শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সাগর স্বাভাবিক অবস্থায় ফিরলে ডিসেম্বরেই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ নামতে পারে।
তবে নভেম্বরের শেষদিকে সাগরে লঘুচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকায় দেশে বৃষ্টি হতে পারে, যা সাগরকে উত্তাল করতে পারে। এ কারণে উপকূলীয় জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সামগ্রিক পূর্বাভাস বলছে, নভেম্বরের বাকি সময়টা উষ্ণ বায়ুর প্রভাবে শীত খুব একটা জোরালো হবে না। তবে ডিসেম্বরের শুরুতেই শীত প্রকট হওয়ার পাশাপাশি শৈত্যপ্রবাহও দেখা দিতে পারে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, শীতের প্রবেশ শুরু হয়েছে, আর ডিসেম্বরের শুরুতে তা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিআলো/শিলি



