ডেমোক্রেটদের পরাজয়ে সিনেট নিয়ন্ত্রণে রিপাবলিকানরা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি চলছে সিনেট, হাউজ ও গভর্নর নির্বাচন। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে ডেমোক্রেটরা। সামান্য ব্যবধানে এতদিন তারা সিনেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। অধিকাংশ রাজ্যের ভোট গ্রহণ শেষ হয়ে গেছে এবং ফলাফল আসতে শুরু করেছে।
সিএনএনের খবর অনুযায়ী, এখন পর্যন্ত (বাংলাদেশ সময় বেলা ১২টা) পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪৭ ইলেক্টোরাল কলেজ ভোট এবং ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪ ইলেক্টোরাল ভোট।
বার্তা সংস্থা এপির জানায়, উচ্চকক্ষ সিনেটের ১০০ আসনের মধ্যে রিপাবলিকান পার্টি পেয়েছে ৫১টি আসন। আর ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৪২টি আসন। পশ্চিম ভার্জিনিয়া এবং ওহায়োতে জয়লাভ করে রিপাবলিকানরা মার্কিন সিনেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন, যা নিশ্চিত করেছে যে আগামী বছর কংগ্রেসের অন্তত এক শাখা তাদের হাতে থাকবে।
তবে কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানরা বর্তমানে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে। হাউস অব রিপ্রেজেনটেটিভসে রিপাবলিকান পার্টি পেয়েছে ১৮৬টি আসন। আর ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ১৫৩টি আসন।
বিআলো/শিলি