ড. ইউনূস-তারেক বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ: উপদেষ্টা রিজওয়ানা
dailybangla
15th Jun 2025 11:44 am | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রবিবার (১৫ জুন) সকালে তিনি এ কথা জানান।
রেজওয়ানা হাসান জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। এ নিয়ে কোন রাজনৈতিক দলের কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টাকে জানাতে হবে।
বিআলো/শিলি