ঢাকায় আবারও ভূমিকম্প: আতঙ্ক ছড়াল রাজধানী ও আশেপাশে
বিআলো ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর ও ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৩.৭ এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকার পাশাপাশি ভূটানের রাজধানী থিম্পুতেও কম্পন অনুভূত হয়েছে।
এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ৩.৩ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞরা এটিকে শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদীর মাধবদীতে উৎপন্ন ৫.৭ মাত্রার ভূমিকম্পের আফটার শক বলে নিশ্চিত করেছেন।
গত শুক্রবারের ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয় এবং এতে ১০ জনের প্রাণহানি হয়েছে। ভূমিকম্পের সময় ভবন থেকে ইট খসে পড়া এবং আতঙ্কে লাফিয়ে পড়ার কারণে কয়েকশ মানুষ আহত হয়েছেন।
ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাম্প্রতিক আফটার শকগুলো মূল ভূমিকম্পের কাছাকাছি উৎপত্তিস্থল থেকে এসেছে এবং আবহাওয়া ও ভূ-তাত্ত্বিক অবস্থার কারণে ভবিষ্যতে বড় আকারের কম্পনের সম্ভাবনা আছে।
তবে সরকার ও ভূমিকম্প গবেষণা কেন্দ্র সচেতনতা বাড়াতে মাঠে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন।
বিআলো/শিলি



