ঢাকায় শীতের সকালে রোদ, কুয়াশার আভাস মধ্যরাতে
dailybangla
14th Jan 2026 9:39 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল থেকে দিনের বড় অংশজুড়ে রোদের দেখা মিলতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই এবং বাতাস থাকবে উত্তর-পশ্চিম দিক থেকে হালকা গতিতে।
ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, যা যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটাতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
বিআলো/শিলি



