ঢাকাস্থ সদস্যদের একাংশ নিয়ে “বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র” প্ল্যাটফর্মের বৈঠক
ইবনে ফরহাদ তুরাগঃ ঢাকাস্থ প্রাক অনুমোদিত সদস্যদের একাংশ নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র এর মতবিনিময় ও আলোচনা সভা।
গতকাল, ২৯ মে (বুধবার) বিকাল সাড়ে ৪ টায় ধানমন্ডি ২৭-এ জয়িতা ফাউন্ডেশনের ফুড কোর্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় “বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র” প্ল্যাটফর্ম, সংগ্রহশালা ও সেবামূলক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে আলোচনা, কর্মপন্থা নির্ধারণ, শিল্প সাহিত্যের চর্চা, প্রচার বৃদ্ধি ও সংরক্ষণে নানা সমস্যার সমাধান ও নতুন উদ্যোগ গ্রহণে করণীয় শীর্ষক আলোচনা করা হয়।
এ সময় আলোচনায় উপস্থিত ছিলেন, সাবেক ক্রিকেটার ও লালমাটিয়া ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য শামসুল আলম, খেজুর গাছ গবেষক সৈয়দ নাকিব মাহমুদ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার (খল চরিত্র) প্রাপ্ত বিশিষ্ট অভিনেতা সুভাশিষ ভৌমিক, প্রফেসর ইন্দু প্রভা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, বিশ্ব ঐতিহ্য পর্যটক ও লেখক এলিজা বিনতে এলাহি, সঙ্গীত শিল্পী ও মডেল উল্কা হোসেন, Insishtus এর পরিচালক ও ডিএনসিআইডি এর ব্যবসায় উপদেষ্টা মো: কায়সার হোসেন, অ্যাডভোকেট বিনয় আমিন ও বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, গিরিধর দে।
বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র মূলত একটি ইতিহাস চর্চাকেন্দ্রিক প্ল্যাটফর্ম, সংগ্রহশালা ও সেবামূলক প্রতিষ্ঠান। যেটি একটি তথ্যসমৃদ্ধ দেশ ও আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে ২০১৬ সাল থেকে স্বেচ্ছাশ্রমে দুষ্প্রাপ্য দলিলাদি সংগ্রহ, চর্চা, গবেষণা, প্রচার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডিজিটালভাবে সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক ও মানবিক কাজ করছে। যার স্বীকৃতিস্বরূপ অর্জন করেছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১ সহ দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে নানা স্বীকৃতি।
বিআলো/নিউজ