ঢাকা শহরকে বিশ্বের ১নং শহরে রূপান্তর করবে বার এন্ড এসোসিয়েটস
নিজস্ব প্রতিবেদক: বার এন্ড এসোসিয়েটস-এর সার্বিক সহযোগিতায় যাত্রাবাড়ী, কদমতলী, ডেমরা, শ্যামপুর মতিঝিল এবং রামপুরা এলাকাধীন ডাস্টবিন বসানোর কার্যক্রম সংক্ষিপ্ত আকারে সম্পন্ন হয়েছে।
তার আগে শনির আখড়া এবং রসুলপুর এলাকায় পরীক্ষামূলক ডাস্টবিন বসানো হয়। যেসব জায়গায় ডাস্টবিন জরুরি, বার এন্ড এসোসিয়েটস, সাধারণ ছাত্র/ছাত্রী এবং জনগণের সহায়তায় সার্বিক ব্যবস্থার দায়িত্ব পালন করছেন।
ইতিমধ্যে যাত্রাবাড়ী, কদমতলী, ডেমরা, শ্যামপুর, মতিঝিল, রামপুরা এলাকাতে যানজট নিরশন, অক্সিজেন বৃদ্ধি এবং সৌন্দর্য বর্ধনের জনস্য রোডকন/ডিভাইডার বসানো, বৃক্ষরোপণ ইত্যাদির জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুধু কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন।

এ বিষয়ে বার এন্ড এসোসিয়েটসের কর্ণধার বখতিয়ার আহমেদ রনীকে প্রশ্ন করিলে তিনি বলেন আমি আমার সাধ্যমতো সংস্কার ও মেরামতের কাজ করে যাচ্ছি। সরকার কর্তৃক অনেক প্রত্যাশা ছিল, এই সময়ে নিজের প্রত্যাশা প্রকাশ করার সঠিক সময় নয় বলে চুপ হয়ে গেছি। কিন্তু সংস্কার/মেরামতের কাজ করিতে গেলে সরকার কর্তৃক অনুমতির প্রয়োজন, আমরা টাকা চাই না, সরকার কাছে শুধু অনুমতি চাইছি।
৭ (সাত) দিনে পুরো ঢাকা শহরকে বিশ্বের ১নং শহরে রূপান্তর করিব ইনশাআল্লাহ। এই কাজে সঙ্গে আছেন অত্র এলাকাগুলোর ছাত্র/ছাত্রী এবং জনগণ। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা দেশের জন্য এই মহতী কাজে অংশগ্রহণ করেছেন।
বিআলো/তুরাগ