ঢাকা-১১ আসনে আচরণবিধি মানা হচ্ছে না: নাহিদ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১১ আসনে নির্বাচনি আচরণবিধি মানা হচ্ছে না এবং ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন দশ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার সকালে রাজধানীর শাহজাদপুর, বাঁশতলা, নূরের চালা বাজার, নবধারা সড়ক ও একতা সড়কে প্রচারণাকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন নতুন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। মানুষ যেন ভয় ছাড়া ভোট দিতে পারে, সে বিষয়ে আমরা সচেতন করছি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিভিন্ন এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার লাগানো হচ্ছে, অথচ আচরণবিধি মেনে টাঙানো তাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে।
বিএনপির প্রতিশ্রুতিকে ‘ধোঁকাবাজি’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কথা বলে ভোট কেনার চেষ্টা চলছে। কিন্তু মানুষ এসব প্রতিশ্রুতিতে আর বিশ্বাস করছে না।
এলাকার সমস্যা তুলে ধরে তিনি বলেন, ঢাকা-১১ আসনে পানি ও গ্যাসের সংকট প্রকট। গ্যাস সকালে চলে গেলে আর আসে না। মাদক কারবার, চাঁদাবাজি ও ভূমি দখল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, মাদকের সঙ্গে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে। এসব অনিয়ম বন্ধে আমাদের সুস্পষ্ট পরিকল্পনা আছে।
প্রচারণায় তার সঙ্গে জামায়াতে ইসলামী, এনসিপিসহ দশ দলীয় ঐক্যের নেতাকর্মীরা অংশ নেন।
বিআলো/শিলি



