ঢাকা ৪ আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনের গণসংযোগে জনতার উচ্ছ্বাস
আসাদুল শেখ: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা ৪ (কদমতলী–শ্যামপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আলহাজ্ব তানভীর আহমেদ রবিন।
সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টা থেকে তিনি শ্যামপুর, ধোলাইপাড়, ধনিয়া ও জুরাইন এলাকায় গণসংযোগ করেন। রাস্তাঘাট প্রদক্ষিণ শেষে গণসংযোগটি পোস্তগোলা চৌরাস্তায় এসে শেষ হয়।
গণসংযোগ চলাকালে তানভীর আহমেদ রবিনকে ঘিরে স্থানীয় এলাকায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নেতা–কর্মীরা বাদ্যযন্ত্র ও স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এ সময় রবিন সাধারণ ভোটারদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ভোট ও দোয়া প্রার্থনা করেন।
পোস্তগোলা চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এলাকায় আধুনিক খেলার মাঠ এবং মানসম্পন্ন একটি হাসপাতাল নির্মাণ করব। উন্নয়নের রাজনীতি হবে মানুষের জন্য।”
গণসংযোগে উপস্থিত ছিলেন ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা হাজী জাকির হোসেন, তোফায়েল আহমেদ, শ্রমিকদল নেতা শাহ আলম, ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মাওলা হিমেল, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামান আহমেদ পিন্টু, জুম্মন চেয়ারম্যান আরিফুল ইসলাম নয়নসহ শ্যামপুর ও কদমতলী থানার আওতাধীন ৪৭, ৫১, ৫৪, ৫২, ৫৩, ৫৮, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সমর্থক।
বিআলো/ইমরান



