ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবীর নির্বাচনী প্রচারণার শুভ সূচনা
ওলামায়ে কেরামদের অংশগ্রহণে বিশেষ দোয়া মাহফিল
দৌলত হোসেন আবির: ঢাকা-৫ আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এক বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবীর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হয়েছে।
আজ বুধবার সকালে আধ্যাত্মিক ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত দোয়া মাহফিলের মাধ্যমে তিনি তাঁর নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা-৫ নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমবৃন্দ উপস্থিত ছিলেন।
ধর্মপ্রাণ মানুষের এই মিলনমেলায় নবীউল্লাহ নবী উপস্থিত আলেম-ওলামাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের দোয়া ও পরামর্শ কামনা করেন। দোয়া মাহফিলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
মোনাজাতে এলাকার সাধারণ মানুষের কল্যাণ, শান্তি ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নির্বাচনী প্রচারণা যেন বাধাহীন ও সফলভাবে পরিচালিত হয়, সে জন্যও বিশেষ দোয়া করা হয়। ঢাকা-৫ আসনের সর্বস্তরের মানুষের সুখ, সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনায় মহান আল্লাহর রহমত প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নবীউল্লাহ নবী বলেন, “আমরা মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে এবং এলাকার মানুষের ভালোবাসা নিয়ে আমাদের পথচলা শুরু করলাম। আলেম-ওলামাদের দোয়া আমাদের জন্য বড় শক্তি। শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির ঢাকা-৫ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।”
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে ঢাকা-৫ নির্বাচনী এলাকায় বিএনপির আনুষ্ঠানিক গণসংযোগ কার্যক্রম শুরু হয়।
বিআলো/তুরাগ



