• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকা ৫ আসনে নবীউল্লাহ নবীর নির্বাচনী প্রচারণায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা 

     dailybangla 
    24th Jan 2026 6:56 pm  |  অনলাইন সংস্করণ

    দৌলত হোসেন আবির: ঢাকা ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী নবীউল্লাহ নবী শনিবার বিকেলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। সভা অনুষ্ঠিত হয় উত্তর কুতুবখালী, দক্ষিণ কাজলা, নয়ানগর, ছনটেক, শেখদী, গোবিন্দপুর ও উত্তর রায়েরবাগ এলাকার মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে নবী টায়ার প্রাঙ্গণে।

    সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, পরিচালনা করেন কমান্ডার শহীদ বাবলু। মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে মতামত তুলে ধরেন এবং যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

    নবীউল্লাহ নবী বলেন, “মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান ও অধিকার রক্ষায় আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ।” তিনি নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাদের কল্যাণ, চিকিৎসা সুবিধা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে কাজ করবেন। এছাড়া ঢাকা ৫ আসনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা কামনা করেন।

    সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জামশেদ আলম শ্যামল, সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি, ডেমরা ও যাত্রাবাড়ীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতৃবৃন্দ। মতবিনিময় শেষে উপস্থিত মুক্তিযোদ্ধারা নবীউল্লাহ নবীর প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন এবং শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কামনা করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031