ঢাকা-৭ আসনে আলহাজ্ব আব্দুর রহমানের ‘পরিবর্তন যাত্রা’ শুরু
মো: আশিকুর রহমান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-৭ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান–এর উদ্যোগে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে ‘পরিবর্তন যাত্রা’ শোডাউন।
সকাল ১০টায় ঢাকেশ্বরী মন্দিরের সামনে অবস্থিত আব্দুল আলিম মাঠ থেকে এ পথযাত্রা শুরু হয়। পরে লালবাগ ও কোতয়ালী এলাকা প্রদক্ষিণ শেষে বংশাল এলাকায় এসে এই ‘পরিবর্তন যাত্রা’র পথযাত্রা শেষ হয়।

পথযাত্রা ও সমাপনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী আকন।
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৭ আসন নির্বাচন কমিটির সম্মানিত আহ্বায়ক এম. এইচ. মোস্তফা এবং সমন্বয়কারী অধ্যাপক মুফতী আনোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন,
ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী যুব আন্দোলনের সভাপতি অলিউল্লাহ , সাধারণ সম্পাদক নেসার উদ্দিন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আরিয়ান মাহমুদ ইমন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৭ আসনের অন্তর্ভুক্ত সকল থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ এবং কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন এ পথযাত্রায়।
আলহাজ্ব আব্দুর রহমান বলেন, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, সুশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতেই এই ‘পরিবর্তন যাত্রা’র আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, ঢাকা-৭ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।
বিআলো/এফএইচএস



