ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খান ডেনমার্কের রাষ্ট্রদূত হচ্ছেন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি ড. নিয়াজ আহমেদ খানকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যেই কোপেনহেগেনে পাঠানো হয়েছে সরকারি চিঠি, এখন শুধু ক্লিয়ারেন্স পাওয়া বাকি।
ঢাবির ভিসি হিসেবে দায়িত্ব নেওয়ার ১৫ মাসের মধ্যে আবারও গুরুত্বপূর্ণ পদে নাম যাচ্ছে ড. নিয়াজ আহমেদ খানের। তাকে ছাড়াও সরকারের পরিকল্পনায় অন্তর্বর্তী সরকার প্রধানের উপদেষ্টা লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং তার বোন হুসনা সিদ্দিকীও রাষ্ট্রদূত পদে নাম উঠেছে।
ড. নিয়াজ আহমেদ খানের ক্ষেত্রে ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন হতে ১ থেকে ৩ মাসের মতো সময় লাগতে পারে বলে সূত্র জানিয়েছে। কোপেনহেগেন ছাড়াও শিগগিরই বাংলাদেশের দূতাবাসে বিভিন্ন রাষ্ট্রদূত ও হাইকমিশনার পদ শূন্য হতে চলেছে। তালিকায় রয়েছে সিঙ্গাপুর, হেগ, থিম্পু, ইয়াঙ্গুন ও তেহরান।
আলোচনায় থাকা তিনজনের মধ্যে লুতফে সিদ্দিকী সিঙ্গাপুর এবং হুসনা সিদ্দিকী হেগে রাষ্ট্রদূত পদে নিয়োগ পেতে আগ্রহী। লামিয়া মোর্শেদ ইউরোপের কোনো দেশে রাষ্ট্রদূত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তবে বর্তমানে শূন্য পদ নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যদিও কিছু স্টেশন নিয়ে আলোচনা চলছে, তবে আনুষ্ঠানিক ফাইলওয়ার্ক এখনও শুরু হয়নি।
এদিকে, কিছু কূটনীতিক এবং বিশ্লেষক সমালোচনা করছেন, কারণ পেশাদার কূটনীতিকদের পেছনে ফেলে, ক্যারিয়ারে অনভিজ্ঞ ব্যক্তিরা রাষ্ট্রদূত পদে নিয়োগ পাচ্ছেন। লুতফে ও হুসনা সিদ্দিকীর বাবা পুলিশের উচ্চ পদে ছিলেন, যা নিয়োগ প্রক্রিয়ায় নতুন বিতর্ক সৃষ্টি করেছে।
বিআলো/শিলি



