তরুণীকে লাঠিপেটার ভিডিও ফেসবুকে, ‘আপন কফি’র ২ কর্মী আটক
নিজস্ব প্রতিবেদক: ঢাকার খিলগাঁও তালতলা এলাকার ‘আপন কফি হাউজের’ সামনে এক তরুণীকে লাঠিপেটার একটি ভিডিও সোমবার ফেসবুকে ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, এক কর্মী তরুণীকে কফি শপের সামনেই শারীরিকভাবে লাঞ্ছিত করছেন। বিষয়টি নজরে আসার পর রামপুরা থানা পুলিশ দুই কর্মীকে হেফাজতে নেয়।
রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ জানান, সোমবার বিকেল ৩টার দিকে কফি শপের ম্যানেজার আল-আমিন ও কর্মচারী শুভকে আটক করা হয়। ওসির ভাষ্যমতে, ভিডিওতে তরুণীকে যিনি লাঠি দিয়ে মারছিলেন, তিনি শুভ।
এই ঘটনার তারিখ ১১ এপ্রিল হলেও ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ভুক্তভোগী তরুণীর পরিচয় জানা যায়নি। পুলিশ তাকে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ওসি আরও জানান, “যদি তরুণী বা তার অভিভাবককে পাওয়া না যায়, তাহলে পুলিশ নিজে বাদী হয়ে মামলা করবে।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন দাবি করেছেন, মেয়েটির আচরণে তারা ‘বিরক্ত’ হয়েছিলেন। তাদের বক্তব্য অনুযায়ী, তরুণীর ‘মানসিক সমস্যা’ রয়েছে এবং তিনি বারবার কফিশপে প্রবেশের চেষ্টা করছিলেন। সেই পরিস্থিতিতে তারা এমন আচরণ করেছেন।
তবে ভিডিওটি দেখার পর সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই এই আচরণকে অমানবিক বলে নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
বিআলো/শিলি