• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তারকাবহুল আয়োজনে শেষ হলো ‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’ সিজন–৫ 

     dailybangla 
    18th Jan 2026 3:41 am  |  অনলাইন সংস্করণ

    স্বপ্ন, স্টাইল ও আত্মবিশ্বাসের জয়
    তারকাবহুল আয়োজনে নতুন তারকার উত্থান
    নতুন মুখের সন্ধানে আবারও সফল গ্ল্যামার লুকস

    হৃদয় খান: স্বপ্ন নিয়ে আসা শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে সেরাদের বেছে নেওয়ার রোমাঞ্চকর যাত্রা ও তারকাবহুল উপস্থিতিতে শেষ হলো প্রতীক্ষিত এক বিনোদন আয়োজন। আলো-ঝলমলে মঞ্চ, ক্যামেরার ফ্ল্যাশ আর দর্শকের করতালিতে মুখর পরিবেশে পর্দা নামলো দেশের আলোচিত রিয়েলিটি শো মমতাজ মেহেদি নিবেদিত ‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’ সিজন–৫।

    বরাবরের মতো এবারও দর্শক ও সংশ্লিষ্ট মহলে দারুণ সাড়া ফেলে সফলভাবে সম্পন্ন হয়েছে এই জনপ্রিয় আয়োজন। ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত মেগা ইভেন্টটি আবারও প্রমাণ করেছে—নতুন মুখ খোঁজার ক্ষেত্রে ‘গ্ল্যামার লুকস’ কতটা শক্ত ও নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম।

    ১৭ জানুয়ারি (শনিবার) রাজধানীর আইসিসিএল ভেনুতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সিজন–৫-এর গ্র্যান্ড ফাইনাল। এবারের আসরটি পাওয়ার্ড বাই হিসেবে যুক্ত ছিল জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড ‘স্টেপ’, আর মিডিয়া পার্টনার হিসেবে ছিল এশিয়ান টেলিভিশন। আকর্ষণীয় মঞ্চসজ্জা, আধুনিক আলোকসজ্জা ও প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি দর্শকদের মুগ্ধ করে।

    অনুষ্ঠানটির আয়োজক ও স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান জানান—দেশের বিভিন্ন জেলা থেকে চার শতাধিক প্রতিযোগী প্রাথমিক অডিশনের মাধ্যমে অংশ নেন। একাধিক ধাপের প্রতিযোগিতা এবং বিচারকদের কঠোর মূল্যায়নের পর চূড়ান্তভাবে ১৪ জন প্রতিযোগী ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হন। সেখান থেকে প্রতিভা, ব্যক্তিত্ব, উপস্থাপনা ও আত্মবিশ্বাসের বিচারে সেরা হিসেবে উঠে আসেন সাতজন প্রতিযোগী।

    এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট জিতে নেন ইয়ামিন ও তাজকিয়া। প্রথম রানার্সআপ হিসেবে নির্বাচিত হন পর্যায়ক্রমে ঋতু, দেব ও তানিয়া। আর দ্বিতীয় রানার্সআপ হন সৌরভ ও সুমি। বিজয়ীদের নাম ঘোষণার মুহূর্তে মিলনায়তনে করতালির ঝড় বয়ে যায়।

    গ্র্যান্ড ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি, চলচ্চিত্র অভিনেতা জয় চৌধুরী, দেবাশীষ বিশ্বাসসহ মিডিয়া ও বিনোদন অঙ্গনের একাধিক পরিচিত মুখ। তাদের উপস্থিতি ও মন্তব্য অনুষ্ঠানটির গ্রহণযোগ্যতা ও আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।

    উল্লেখ্য, বিগত সিজনগুলোর বিজয়ীরা বর্তমানে মিডিয়া ও বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় ‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’ আজ কেবল একটি রিয়েলিটি শো নয়—বরং নতুন প্রতিভা তৈরি ও তুলে ধরার একটি কার্যকর মঞ্চ হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031