• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তারেক রহমানের নির্দেশনায় জনকল্যাণমুখী বিএনপি 

     dailybangla 
    08th Oct 2024 11:52 pm  |  অনলাইন সংস্করণ

    এম এ হালিম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনকল্যাণমুখিতার দিকে হাঁটছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে তিনি দেশের বৃহৎ এই দলটিকে বিভিন্ন ইস্যুতে নানাভাবে গাইডলাইন দিয়ে জনমানুষের কাছে পৌঁছতে সহযোগিতা করে যাচ্ছেন।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর বিগত বছরগুলোতে দলকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন তারেক রহমান। নেতৃত্ব দেন আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে। শেষ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে বুদ্ধিদীপ্ত কৌশলে সম্পৃক্ত করে তারেক রহমানই আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যান বলে মনে করছেন বিএনপি নেতারা।

    তারা বলছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের সাধারণ মানুষ নতুন এক তারেক রহমানকে দেখতে পাচ্ছেন। দলের নেতাদের সমন্বয়ে হয়ে বিশেষ টিম গঠন করে জনগণের আরে আরে পাঠাচ্ছেন জন আকাঙ্ক্ষা জানার জন্য। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ গড়তে চান তিনি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে নির্যাতিত দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণেও দিচ্ছেন বিচক্ষণতার পরিচয়।

    বিএনপির একাদিক নেতা বলেন, জনগণ শুধু ক্ষমতার পালাবদল চায় না। তারা চায় রাজনীতিতে গুণগত পরিবর্তন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তাদের দলের নেতারা যেভাবে দুর্নীতি, অনাচার করেছেন, ওই অবস্থা যাতে বিএনপি নেতাদের মাধ্যমে না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখছেন তারেক রহমান। তার অংশ হিসেবে দলের নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে তড়িৎগতিতে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন। এ ক্ষেত্রে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম থেকে শুরু করে তৃণমূলের নেতাদের শোকজ, বহিষ্কার করা হচ্ছে। কোনো নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ওঠার পর নিজ দলের উদ্যোগে তার বিরুদ্ধে মামলার ঘটনা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এতে সাধারণ মানুষের প্রশংসাও -মত নির্বিশেষে তার দল বিএনপি।

    এরই ধারাবহিকতায় দেশে সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে তারেক রহমান দলীয় নেভাকর্মীদের নির্দেশনা দেন, যেন দেশনামীকে রোগটি সম্পর্কে সচেতন করে এবং তার পক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর ভয়াবহতা বিষয়ে মাইকিং করা হয়। নির্দেশনা মোতাবেক বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুজুল কবির রিজভী নেতাকর্মীদের নিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে জনসচেতনতায় লিফলেট বিতরণ করছেন।

    এর আগে ভারতের ত্রিপুরায় তমরু বাঁধ খুলে দেওয়ায় দেশের দক্ষিণ- পূর্বাঞ্চলের জেলা নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুরে দেখা দেয় ভয়াবহ বন্যা। সেই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশের পাশাপশি তাদের জানমালের নিরাপত্তায় শারীরিক এবং আর্থিকভাবে সহযোগিতার নির্দেশনা দেন তারেক রহমান। এমনকি বন্যার্তদের সহযোগিতায় নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে একটি সেল খোলার নির্দেশনা দেন। এখান থেকে প্রাপ্ত অর্থ বন্যার্তদের সহায়তায় প্রদান করা হয়। এর ঠিক অব্যবহিত পরেই তিস্তা ব্যারেজের সকল বাঁধ খুলে দেওয়ায় আবার দেশের উত্তারঞ্চলে দেখা দেয় ভয়াবহ বন্যা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরাঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দেন। বন্যাদুর্গত মানুষকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে তারেক রহমান এই নির্দেশনা দেন।

    বন্যাকবলিত ওই অঞ্চলের মানুষগুলোকে জরুরি ভিত্তিতে কীভাবে ত্রাণ সহায়তা দেয়া যায়, সে বিষয়গুলো বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত হয়; কেন্দ্রীয়ভাবে বন্যার্তদের উদ্ধার, শুকনো খাবার সরবরাহ এবং বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখার। প্রত্যেক জেলায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃত্বে ত্রাণ পুনর্বাসন কমিটি করা হয়। এইসব কমিটির মাধ্যমে বন্যার্ত মানুষদের কাছে ত্রাণ পৌছে দেয়ার কার্যক্রম এখনো চলমান রয়েছে।

    পাশাপশি ৫ আগস্টের পূর্ব পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন দল- মতের উর্ধ্বে উঠে তাদের উপযুক্ত চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেওয়া, দলের পক্ষ থেকে সাধ্যমতো আর্থিক সহযোগিতা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। সে মোতাবেক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দেশব্যাপী আগস্ট বিপ্লবে আহত এবং শহীদদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দিচ্ছেন।

    এছাড়া সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আরো কিছু ইতিবাচক কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে বলে একাধিক সিনিয়র বিএনপি নেতা জানিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমানের একটি নেতিবাচক কার্টুন আঁকা হয়। বিষয়টি তিনি নেতিবাচক হিসেবে না নিয়ে ইতিবাচক হিসেবে দেখেছেন। ওই কার্টুনিস্টকে তিনি এরকম আরো কার্টুন আঁকাতে উৎসাহিত করেছেন। সেটি তিনি তার ফেসবুক পেজে শেয়ার করে প্রমাণ করেছেন বিরুদ্ধমতও ধারণ করার মতো মানসিকতা তার রয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে ভূয়সী প্রসংশাও পেয়েছেন আগামী দিনের বিএনপির এই কর্ণধার।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031