তারেক রহমানের নির্দেশে জনগণের কল্যাণে করছি: মাহবুবুর রহমান শাহীন
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের কৃতি সন্তান, ঢাকা ওয়ান্ডায়ার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহীন বলেছেন, কে সংখ্যালঘু বা সংখ্যাগুরু তাতে বিশ্বাস করি না। সবাই বাংলাদেশী। এটাই আমাদের মূল পরিচয়। আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা দেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি।
গত শুক্রবার রাতে চাঁদপুর শহরের বেশকিছু পুজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের মধ্যে চাঁদপুর হলো সত্যিকার অর্থে একটা অসাম্প্রদায়িক ও সম্প্রীতির। তাই চাঁদপুরের সুনাম ও ঐতিহ্য রয়েছে সারাদেশ জুড়ে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে কোনোভাবেই যেনো এটি ক্ষুন্ন। টি ক্ষুন্ন না হয়। সে বিষয়ে আমাদের সকলের সচেতনভাবে নজর রাখতে হবে। সম্প্রীতি রক্ষায় আমরা সর্বদা সোচ্চার। দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে।
আমরা আশা করি, এই আনন্দ উৎসব আপনারা সুন্দরভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি। যাতে আপনাদের দুর্গোৎসব পালনে কোনো সমস্যা না হয় সেদিকে আমাদের নজর রয়েছে। এসময় তিনি শহরের গুয়াখোলা কুন্ডুবাড়ি পূজামণ্ডপ, কালীবাড়ি মন্দির পূজামণ্ডপ, কদমতলা দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।
এসময় তার সঙ্গে পৌর বিএনপির কোষাধ্যক্ষ কাইউম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোকন মিজি, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তুহিন বকাউল, বিএনপি নেতা জনু গাজী, মজিবুর রহমান লেদা, রফিক গাজীসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে মাহবুবুর রহমান শাহীনকে শহরের পূজামণ্ডপগুলোর পক্ষ থেকে পূর্বেই আমন্ত্রণ জানান হয়। তাই আমন্ত্রিত অতিথি হিসেবে পূজামণ্ডপগুলোতে যাওয়ার পর সকল পূজামণ্ডপ ও মন্দির কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান। এসময় তিনি উপস্থিত সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
বিআলো/তুরাগ