তারেক রহমানের ময়মনসিংহে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
কে এম নাজমুস সাকীব, ময়মনসিংহ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান ২৭ জানুয়ারি ময়মনসিংহে আগমন উপলক্ষে গতকাল সোমবার (২৬ জানুয়ারি) সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৭ জানুয়ারি বেলা ২ টায় ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সভায় সভাপতিত্ব করবেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ জাকির হোসেন বাবলু।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরিফুল আলম, ময়মনসিংহ সদর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন প্রমুখ। নেতৃবৃন্দরা জানান. তারেক রহমানের আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সভায় ময়মনসিংহ বিভাগের ২৪ টি নির্বাচনী আসনে মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
বিআলো/আমিনা



