তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সিলেট : সিলেট মহানগর ১৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের ২২ জানুয়ারি সিলেট আগমন উপলক্ষে প্রচার মিছিল বের করা হয়েছে।
গত রবিবার (১৮ জানুয়ারি) রাতে নগরীর রায়নগর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৯ নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা দিনার খানা হাসু। প্রধান অতিথির বক্তব্যে দিনার খানা হাসু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আপসহীন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তারেক রহমান।
তার হাত ধরেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। তিনি আরো বলেন, আগামী ২২ জানুয়ারি সিলেট আলিয়া মাঠে তারেক রহমানের সমাবেশকে জনতার মহাসমুদ্রে পরিণত করতে হবে। এজন্য প্রতিটি জাতীয়তাবাদী কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খান, আবুল ফয়ছল জিয়াদ, কয়েছ আহমদ, সিনিয়র সহ-সভাপতি মফিজুল রহমান রুবেল, সদস্য মোহাম্মদ আলী হায়দার, মহানগর তাঁতি দলের সদস্য সচিব আমিনুল হক বেলাল, জেলা যুবদলের সহ-সভাপতি জুবায়ের আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য তছির আলী, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, মহানগর যুবদলের আইন সম্পাদক এডিশনাল জিপি মোহাম্মদ তানভীর আক্তার খান, আহমদ বোরহান খান, সিনিয়র সাধারণ সম্পাদক তপু আহমেদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান সুমন, মো. পাবেল আহমদম, মোহাম্মদ মুছা খান, ইউনূস মিয়া, স্বেচ্ছাসেবক সদস্য আওয়াল আহমদ, ফাহিম রহমান মৌসুম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সুমন, শাহজান, মাসুম, হেলাল, শহীদুজ্জামান শিমুল, রফিকুল ইসলাম রুবেল, মুজাহিদুল ইসলাম মাহী, হেলাল, সিদ্দিক, মাহবুব, ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, শ্রমিক দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিআলো/আমিনা



