তিন নারী বিক্রয় প্রতিনিধির উপর হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন
নরসিংদী প্রতিনিধি: দৈনিক দেশেরপত্র পত্রিকার নারী কর্মীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবীতে নরসিংদী প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে হেযবুত তওহীদ নরসিংদী জেলা কমিটি। গত বুধবার (১৯ জুন) বিকেলে নরসিংদী প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের জেলা শাখার সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন আঞ্চলিক সভাপতি আরিফুল আহমেদ, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোকশেদ মিয়া, ভুক্তভোগী আয়েশা আক্তার খাদিজা, শান্তনা আক্তার নিপা, জোবাইদা খাতুন প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দৈনিক দেশেরপত্র পত্রিকাটি ব্যাপকভাবে প্রচারের উদ্দেশ্যে বিক্রি করার জন্য ঈদের দ্বিতীয় দিন (১৮ জুন) দুপুরে নরসিংদী জেলার রায়পুরা থানার হাসনাবাদ বাজারে বিক্রির উদ্দেশ্যে গেলে জনৈক রাসেল মিয়া (৩৫) সহ অন্তত ১০/১২জন সন্ত্রাসী আয়েশা আক্তার খাদিজা, জোবাইদা খাতুন ও শান্তনা আক্তার নিপাকে পত্রিকা বিক্রয় করতে নিষেধ করেন। এসময় তারা কেন বিক্রি করা যাবে না জানতে চাইরে রাসেল মিয়াসহ অন্যান্যরা বলেন, দেশেরপত্র পত্রিকা নিষিদ্ধ। এ পত্রিকা আমাদের বাজারে বিক্রি করতে পারবে না। এ কথা বলে তারা পত্রিকা বিক্রয় করা তিন নারী প্রতিনিধিদের কাছ থেকে পত্রিকা ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়।
এসময় তারা নারীদের অকথ্য ভাষায় গালাগাল ও শ্লীলতাহানি ঘটায়। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নরসিংদী পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।
বিআলো/তুরাগ