তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস
dailybangla
28th Dec 2024 10:25 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: দেশের তিন বিভাগের কিছু স্থানে সামান্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, অন্যদিকে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রার পরিবর্তন অপেক্ষাকৃত কম থাকবে।
এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
বিআলো/শিলি