তিন মাস পর মুক্তি পেলেন ২৩ ভারতীয় জেলে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে আটক হওয়া ২৩ ভারতীয় জেলে তিন মাস আট দিন পর বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন জেল সুপার মোস্তফা কামাল। মুক্তির সময় দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করে মোংলা থানায় হস্তান্তর করে। আদালতের নির্দেশে তারা এতদিন কারাগারে ছিলেন।
কারামুক্তির সময় খুলনার ভারতীয় উপ-হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার চন্দ্রজিন মুখার্জি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ এবং কোস্টগার্ড ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেল কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৯ জানুয়ারি বাংলাদেশ জলসীমা থেকে ভারতীয় কোস্টগার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হবে।
বিআলো/শিলি



