তুরস্কের দাবানল, নিহত বেড়ে ১১
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের দাবানলে মৃত্যু বেড়ে এখন ১১। কুর্দি সংখ্যাগরিষ্ঠ বেশ কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়েছে এই দাবানল। এতে বেশ কয়েকজন আহত আছেন। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা এই তথ্য জানিয়েছেন।
শুক্রবার (২১ জুন) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বিষয়ে একটি পোস্টে করেছন। সেখানে তিনি বলেছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারদিন ও দিয়ারবাকির প্রদেশের বেশ কয়েকটি গ্রামে আগুন লেগেছে। এতে ১১ জন মারা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে রাতে বিশাল আকারের অগ্নিকুণ্ড জ্বলতে দেখা গেছে। সঙ্গে আকাশে বড় কালো ধোঁয়ার মেঘও দেখা গেছে এসব ছবিতে। ঘটনাস্থলে চারটি জরুরি সেবাদাতা দল ও ৩৫টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, বৃহস্পতিবার দিনের শেষে দিয়াবাকিরের ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি জায়গায় আগুনের সূত্রপাত ঘটে। জোরালো বাতাসের কারণে তা দ্রুত পাঁচটি গ্রামে ছড়িয়ে পড়ে দাবানলের আকার ধারণ করে। দুর্ভাগ্যজনকভাবে দিয়ারবাকিরের তিনজন ও মারদিনের দুইজন প্রাণ হারিয়েছেন।
বিআলো/শিলি