তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৫
আর্ন্তজাতিক ডেস্ক: তুরস্ক থেকে ফেরার পথে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদসহ পাঁচজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আবদুলহামিদ দবেইবা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে তুর্কি সংবাদমাধ্যম জানায়, আঙ্কারা থেকে ত্রিপোলির উদ্দেশে যাত্রা করা একটি প্রাইভেট জেট আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বিধ্বস্ত হয়।
নিহতদের মধ্যে রয়েছেন স্থলবাহিনীর চিফ অব স্টাফ, সামরিক শিল্প কর্তৃপক্ষের প্রধান, সেনাপ্রধানের উপদেষ্টা এবং সামরিক মিডিয়া অফিসের একজন আলোকচিত্রী।
প্রধানমন্ত্রী দবেইবা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শোকবার্তায় এই দুর্ঘটনাকে জাতি ও সশস্ত্র বাহিনীর জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, ফ্যালকন-৫০ মডেলের ওই জেটটি আঙ্কারার হায়মানা এলাকায় জরুরি অবতরণের সংকেত পাঠালেও পরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিআলো/শিলি



