তুষারধারা কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি ইলিয়াস খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম
সুমন চৌধুরী : রাজধানীর কদমতলী থানাধীন তুষারধারা আবাসিক এলাকার ঐতিহ্যবাহী সংগঠন তুষারধারা কল্যাণ সমিতির ২০২৬–২০২৭ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে ১৯৯০ সালে নিবন্ধিত এই সংগঠনের বয়স ৩৫ বছর হলেও দীর্ঘদিন ধরে পকেট কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছিল। ২০১১ সালে প্রথমবার গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নেতৃত্বের সিদ্ধান্তে সাত বছর নির্বাচন বন্ধ রেখে ২০১৮ সালে দ্বিতীয়বার নির্বাচন অনুষ্ঠিত হয়। আবারও সাত বছর বিরতির পর স্থানীয়দের দাবিতে পুনরায় নির্বাচন আয়োজন করা হয়।
গত ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের কয়েক হাজার সদস্য থাকলেও নিয়মিত চাঁদা পরিশোধকারী ১৩ শতাধিক সদস্যের ভোটাধিকার ছিল। নির্বাচনের দিন ১,০৩৭ জন ভোটার সরাসরি ভোট প্রদান করেন। নির্বাচন কমিশন এ কাজে স্থানীয় যুব ফোরাম, ফ্রেন্ডস ফরএভার অ্যাসোসিয়েশন ও ইকরামুল উম্মাহ ফাউন্ডেশনকে সম্পৃক্ত করে পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করে।
বাংলাদেশের আলোর এক প্রশ্নে জাতীয় নির্বাচনে অভিজ্ঞ প্রধান নির্বাচন কমিশনার নুর হোসেন জানান, এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে নির্বাচন অত্যন্ত উৎসবমুখর হয়েছে। ১৩০০-এর বেশি ভোটারের মধ্যে ১,০৩৭ জন ভোট প্রদান করায় নির্বাচনের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেয়েছে। তবে ডিজিটাল যুগেও এনালগ পদ্ধতিতে সারারাত ধরে ফল গণনা করতে হয়েছে—প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে সতর্কতার সঙ্গে ভোট গণনা সম্পন্ন করা হয়।
১৮টি পদে মোট ১৮,৭০০+ ভোট গণনায় সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত সময় লাগে। পরিশেষে সকাল ৭টায় সমিতি কার্যালয়ের সামনে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
সভাপতি: হাজি ইলিয়াস খান, সাধারণ সম্পাদক: হাজি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক: শাহ আলম।অ
অন্যান্য গু্ররুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: প্রিন্সিপাল আসাদুজ্জামান, সহ-সভাপতি: জাকারিয়া শরীফ, এফ.এম. কামরুজ্জামান, দফতর সম্পাদক: নোওয়াজ শরীফ, অর্থ সম্পাদক: মাসুদুর রহমান ঢালী, প্রচার সম্পাদক: মোশারফ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: আমিনুল ইসলাম আমিন।
সদস্য পদে আটজন নির্বাচিত হন। এর মধ্যে-মাসুদ বকাউল সর্বোচ্চ ৭০৮ ভোট পেয়ে প্রথম, সোহেল আহমেদ ৬৭১ ভোট পেয়ে দ্বিতীয় হন।
সভাপতি ইলিয়াস খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, এবারের নির্বাচন ছিল এলাকাবাসীর দীর্ঘ প্রতীক্ষার ফসল। ভবিষ্যতে প্রতি মেয়াদে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হবে-ইনশাআল্লাহ। আমরা মাদক ও সন্ত্রাস নির্মূলসহ এলাকার সব উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখব।
বিআলো/এফএইচএস



