তৌহিদ হোসেন ও ইসহাক দারের তৃতীয় দফা আলোচনা
dailybangla
26th Jan 2026 12:51 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দুই দেশের পররাষ্ট্র দায়িত্বে থাকা শীর্ষ প্রতিনিধিরা।
রোববার টেলিফোনে কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনায় বাণিজ্য, অর্থনীতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।
উভয় পক্ষ আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। চলতি মাসে এটি তাদের তৃতীয় ফোনালাপ।
এর আগে সৌদি আরবের জেদ্দায় একটি বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে তাদের সাক্ষাৎ হয়।
বিআলো/শিলি



