থাইল্যান্ডে অস্বাভাবিক বর্ষণে তীব্র বন্যা, মৃত ১৩
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ থাইল্যান্ডে টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, বহু মানুষ ঘরবাড়ি, হোটেল ও দোকানে আটকা পড়ে আছেন। নৌকা ও সেনাবাহিনীর ট্রাক ব্যবহার করে তাদের আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে। শিশুদের বাঁচাতে অনেক পরিবার ফোলানো বস্তাকে অস্থায়ী নৌকা হিসেবে ব্যবহার করছেন।
দেশটির ৯টি প্রদেশে কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত চলায় সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে পর্যটন শহর হাত ইয়াইসহ বিপুল এলাকা। কোমরসমান পানি ঢুকে পড়েছে প্রধান সড়ক, আবাসিক এলাকা ও বাজারে।
বন্যায় প্রায় ১৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ১৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
থাইল্যান্ডের প্রতিবেশী মালয়েশিয়ার আটটি অঞ্চলেও বন্যার পানি ঢুকেছে, যদিও এখন পর্যন্ত হতাহতের খবর নেই।
সাধারণত জুন-সেপ্টেম্বর বর্ষা মৌসুম হলেও এবার মৌসুমের বাইরে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণাঞ্চলে সারা সপ্তাহজুড়ে আরও ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনিয়মিত ও তীব্র আবহাওয়া বাড়ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে।
বিআলো/শিলি



