থাইল্যান্ডে পর্যটন দ্বীপ ফুকেটে ভূমিধসে নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটে মাটির নিচে চাপা পড়ে এক রাশিয়ান দম্পতিসহ ১৩ জনের মৃত্যু হয়েছে।
২৫ আগস্ট, রবিবার নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার তৎপরতা বন্ধ ঘোষণা করার পর এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
ফুকেটের গভর্নর সোফন সুভন্নারাত জানান, ভারি বৃষ্টিপাতের কারণে রবিবার (২৫ আগস্ট) ফুকেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘বিগ’ বুদ্ধের কাছে ভয়াবহ এই ভূমিধস হয়।
ভূমিধসের পর অনেকে নিখোঁজ ছিলেন। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করার পর ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়।
এদের মধ্যে রাশিয়ার ওই নাগরিকদের পাশাপাশি মিয়ানমারের নয়জন অভিবাসী শ্রমিক ও থাইল্যান্ডের দুই নাগরিক রয়েছেন বলে সোফন জানান।
রয়টার্স জানায়, ব্যাপক এই ভূমিধসে আরও প্রায় ২০ জন আহত ও ২০৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিখোঁজদের উদ্ধারের পর আবর্জনা পরিষ্কারে বড় ধরনের অভিযান শুরু করা হয়েছে। রাশিয়া ও মিয়ানমারের দূতাবাস এবং নিহত থাইদের স্বজনদের সঙ্গে কর্তৃপক্ষ যোগাযোগ করছে বলে জানিয়েছেন গভর্নর সোফন।
বিআলো/শিলি