থাই-কম্বোডিয়া সীমান্তে আবারও সংঘর্ষ, নিহত ১ সেনা
আর্ন্তজাতিক ডেস্ক: থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিতর্কিত সীমান্তে সোমবার (৮ ডিসেম্বর) সকালে নতুন করে সংঘর্ষ বেধে যায়। থাই বিমানবাহিনী কম্বোডিয়া অভিমুখে হামলা চালালে এক থাই সেনা নিহত এবং চারজন আহত হন।
থাই সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইনথাই সুভারী জানান, কম্বোডিয় সেনারা প্রথমে গুলি চালালে পাল্টা জবাবে বিমান হামলা চালানো হয়। সীমান্ত এলাকার নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মুখপাত্র মালি সোচিয়াতা বলেন, থাইল্যান্ড প্রেহা ভিহিয়ার ও ওড্ডার মিয়ানচে এলাকায় ভোরে বিমান হামলা চালিয়েছে, তবে কম্বোডিয়া এখনো কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়নি।
চলতি বছরের জুলাইয়ে ভয়াবহ সংঘর্ষে দুই দেশের কমপক্ষে ৪৮ জন নিহত এবং ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও উত্তেজনা কমেনি। সূত্র: আল জাজিরা
বিআলো/শিলি



