দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত
dailybangla
28th Nov 2024 11:12 am | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সন্ত্রাসীর গুলিতে শাহ আলম সেলিম নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের বাড়ি কুমিল্লার হোমনায়।
স্থানীয় সময় সোমবার (২৫ নভেম্বর) নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন সেলিম। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ক্রেতা সেজে দোকানে ঢুকে এক সন্ত্রাসী শাহ আলমকে গুলি করে পালিয়ে যায়। ব্যবসায়িক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
সেলিমের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিআলো/শিলি