• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    দর্শক আমাকে মনে রেখেছেন: দীঘি 

     dailybangla 
    13th Apr 2025 11:56 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: শৈশবে কাবুলিওয়ালা দিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করা প্রার্থনা ফারদিন দীঘি। বহু হিট সিনেমা উপহার দেওয়ার মধ্য দিয়ে নিজেকে ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

    এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এম রহিম পরিচালিত সিনেমা ‘জংলি’ তে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন তিনি। সিনেমাটি নিয়ে দর্শকদের সাড়া এবং আবেগঘন প্রতিক্রিয়ায় দারুণ অভিভূত এই সুন্দরী।

    দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কালবেলাকে দীঘি বলেন, ‘অনেক বছর পর ঈদে জংলি এসেছে। সিনেমা দেখার পর দর্শকদের যে প্রতিক্রিয়া পেয়েছি, তা সত্যিই আমার কাছে বড় প্রাপ্তি। দর্শক আমাকে মনে রেখেছেন, তারা আমার চরিত্রটিকে ভালোবেসেছেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। আমি কৃতজ্ঞ তাদের প্রতি।’

    তিনি আরও বলেন, হল পরিদর্শনের সময় দেখেছি, কেউ কাঁদছেন, কেউ কাহিনির সঙ্গে নিজেকে মিলিয়ে নিচ্ছেন। এটা দেখে বোঝা যায়, আমরা যে গল্পটা বানিয়েছি, সেটা দর্শকের হৃদয় ছুঁয়েছে।

    এদিকে সিনে-পাড়ায় সিনিয়র আর্টিস্ট ডাকার বিষয়ে দীঘি বলেন, আপনারা জানেন আমি খুব ছোটবেলা থেকে অভিনয় করেছি। এ হিসেবে সবাই দুষ্টুমি করে আমাকে সিনিয়র আর্টিস্ট হিসেবে ডাকে এবং এতে অবশ্য আমার ভালোও লাগে।

    ঈদে কোন কোন সিনেমা কম্পিটিশনে এগিয়ে থাকবে এ বিষয়ে জানতে চাইলে অভিনেত্রী বলেন, সিনেমাগুলোকে কম্পিটিশনের চোখে কেন দেখতে হবে? আমার মনে হয়, ছবিগুলোকে নিজেদের মতোই দেখি না। আমাদের সিনেমা বরবাদ, আমার সিনেমা জংলি, আমাদেরি সিনেমা দাগি। সবই কিন্তু আমাদেরই সিনেমা। এক হল থেকে বেরিয়ে আরেকটা হল এ যদি আমাদের দেশের সিনেমায় দেখা যায় সেটাতেই কিন্তু আনন্দ।

    দীঘিকে সবশেষ দেখা যায় নির্মাতা রেজাউর রহমানের পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম ‘থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স’। এ ওয়েব ফিল্মে তার পাশাপাশি অভিনয় করেছেন সায়েদ জামান শাওন, কারিনা কায়সার, গোলাম কিবরিয়া তানভীরসহ আরও অনেকে।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930