দলে অনুপ্রবেশকারীদের ব্যাপারে কঠোর অবস্থানে বিএনপি: রাশেদ
রুপোকুর রহমানঃ ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেছন, দলে অনুপ্রবেশকারীদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে বিএনপি। তাদের ব্যাপারে কোন ছাড় নয় উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার টপক্লাস পার্টি সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসিবুর রহমান খান, বিএনপি নেতা এ্যাড. আনোয়ার হোসেন, যুবদল নেতা আ. মান্নানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল আহসান রাশেদ আরো বলেন, একটি চক্র দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে দখল বানিজ্য শুরু করেছে। নিজেদের খুব হনু মনে করছে। তিনি বলেন, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে তাদের প্রতিহত করতে। তাদের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
বিআলো/তুরাগ