দাউদকান্দিতে আজ ড. মোশাররফের নেতৃত্বে গণমিছিল
নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার বিকাল ৩টায় দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলটির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন গণমিছিলে নেতৃত্ব দেবেন। মনোনয়ন পাওয়ার পর এটি তাঁর প্রথম নির্বাচনী জনসমক্ষে উপস্থিতি।
গণমিছিলটি শহীদ রিফাত পার্ক থেকে শুরু হয়ে দাউদকান্দি বিশ্বরোডের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শেষ হবে। শেষে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে ড. মোশাররফ প্রধান অতিথির বক্তব্য দেবেন।
গণমিছিল সফল করতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি আরও কিছু দিকনির্দেশনাও দিয়েছেন।
এদিকে কয়েক দিন ধরে উপজেলা ও পৌর বিএনপির নেতারা বিভিন্ন ইউনিট কমিটির সঙ্গে বৈঠক করে গণমিছিলের প্রস্তুতি নিচ্ছেন। দলীয় নেতাদের মতে, আজকের গণমিছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশের পাশাপাশি দাউদকান্দির মানুষের ড. মোশাররফের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন হবে।
বিআলো/ইমরান



