দাউদকান্দিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
এস এম শাহজালাল সাইফুল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, “তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, দেশ ও দেশের মানুষের অধিকার রক্ষায় নিজেকে উৎসর্গ করেছেন। কঠিন পরিস্থিতিতেও তিনি কখনো দেশ ছেড়ে যাননি। আজ তিনি কেবল বিএনপির নেত্রী নন—বাংলাদেশের মানুষের একজন অভিভাবক।”
শুক্রবার (আজ) কুমিল্লার দাউদকান্দি পৌর বাজারের বাইতুল আমান জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভীর অসুস্থ খালেদা জিয়ার জন্য দেশজুড়ে দোয়া
ড. মারুফ হোসেন আরও বলেন, “আজ সেই আপোসহীন নেত্রী ঢাকার এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তাঁর জন্য দেশের মানুষ ছাড়াও প্রবাসে থাকা লাখো বাংলাদেশি দোয়া করছেন। আল্লাহ যেন অতি দ্রুত তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন—এটাই আজ সকলের কামনা।”
এ সময় তিনি নিজের পিতা ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্যও দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে আমার বাবা নির্বাচিত হয়ে দাউদকান্দি–মেঘনার অসমাপ্ত উন্নয়নকাজ এগিয়ে নিতে পারেন—এজন্য সকলের দোয়া চাই।”
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ. কে. সামসুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. লতিব ভূঁইয়া, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, বাইতুল আমান জামে মসজিদের সেক্রেটারি ও সমাজসেবক আরমান চৌধুরী রবিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এছাড়া শতাধিক মুসল্লি ও দলীয় নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। মসজিদের খতিবের পরিচালনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি, জাতির কল্যাণ এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন—তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষার প্রতীক।”
সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং রাজনৈতিক অস্থিরতার অবসান ও দেশব্যাপী শান্তি–স্থিতিশীলতার জন্য দোয়া জানান।
বিআলো/তুরাগ



