দাউদকান্দিতে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল, এনসিপি নেতাদের গণযোগদান
মো. শাহাদাত হোসেন তালুকদার, দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপির রাজনৈতিক শক্তি ও পুনরুত্থানের বার্তা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। সভাপতিত্ব করেন এ কে এম লতিফ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক, মুক্তিযোদ্ধা আবুল হাশেম, নূর মোহাম্মদ সরকার, জসিম উদ্দিন আহমেদ, সাইফুল আলম ভূঁইয়া, শাওগাত চৌধুরী পিটার, এ কে এম সাত্তার, কামাল হোসেন, আহাম্মদ হোসেন তালুকদার, সাবেক ভিপি জাহাঙ্গীর আলমসহ বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “খালেদা জিয়ার সঙ্গে আমার ৪৮ বছরের রাজনৈতিক সম্পর্ক। তিনি কখনো কারও সঙ্গে আপোষ করেননি।” আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে গভীর আবেগ সৃষ্টি করে।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “তারেক রহমান বীরের মতো দেশে ফিরে এসেছেন—তিনি এসেছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবেই।” অন্যান্য বক্তারা মরহুমা খালেদা জিয়াকে গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার রক্ষার প্রতীক হিসেবে বর্ণনা করেন।
দোয়া মাহফিল থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কঠোর বার্তা দেওয়া হয়। বক্তারা বলেন, জনগণের মতামত উপেক্ষা করে ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা চলবে না; দেশের মানুষ পরিবর্তন চায়, সুষ্ঠু নির্বাচন ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা চায়।
অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কয়েক শত নেতাকর্মী প্রকাশ্যে বিএনপিতে যোগদান করেন। তারা ঘোষণা দেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির নেতৃত্বেই মাঠে থাকবেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই গণযোগদান দাউদকান্দিসহ পুরো কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ সৃষ্টি করেছে।
দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয় মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, দেশবাসীর মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে।
বিআলো/ইমরান



